ঢাকা, বুধবার, ০২ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৭

টাঙ্গাইলে কৃষি উপকরন, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইল  প্রতিনিধি 

প্রকাশ: ১৮:৪০, ১৯ জুন ২০২৫

টাঙ্গাইলে কৃষি উপকরন, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

নিজস্ব ছবি

টাঙ্গাইলে সদর উপজেলার পক্ষ থেকে প্রান্তিক দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরন এবং অসুস্থদের মাঝে হুইলচেয়ার ও ট্রনিংপ্রাপ্ত নারীদের মাঝে সেলাইমেশিন বিতরন করা হয়েছে।

২০২৪- ২০২৫ অর্থবছরে এডিপির অর্থায়নে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন  ইউনিয়নে এসব উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার নাহিদা আক্তার প্রধান অতিথি হসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের মাঝে এসব উপকরণ বিরতন করেন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা অফিসার ইব্রাহীম, যুব কর্মকর্তা মনিরুজ্জামান খান, তথ্যসেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মী এবং কৃষি কর্মকর্তা রুমানা আক্তার।

অনুষ্ঠানে উপকার ভোগীদের মাঝে ৪০ টি কৃষি উপকরণ, ৩০টি সেলাই মেশিন এবং ১৮টি হুইলচেয়ার বিতরন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন