ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

২৭ অগ্রাহায়ণ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

পাঁচবিবির ৫ জয়ীতা পেল রোকেয়া সম্মাননা

মোঃ দিলদার হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্র্রতিনিধি

প্রকাশ: ২৩:৪২, ৯ ডিসেম্বর ২০২৫

পাঁচবিবির ৫ জয়ীতা পেল রোকেয়া সম্মাননা

ছবি -বাংলার চোখ

জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার নিজ কর্মক্ষেত্রে সফল অদম্য নারীদের মাঝে বেগম রোকেয়া সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৯ পিসেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইমায়েদুল জাহেদী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল হাই মাষ্টার ও প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী সহ বিভিন্ন সরকারি, বে-সরকারি, এনজিও প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পরে উপজেলার ৫'জন সফল অদম্য নারীকে রোকেয়া সম্মাননা প্রদান করেন অতিথিরা।

আরও পড়ুন