Banglar Chokh | বাংলার চোখ

বাগেরহাট-৩ আসনে চতুর্থবারের মতো উপমন্ত্রী হাবিবুন নাহার জয়ী 

নির্বাচন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

প্রকাশিত: ০২:০২, ৮ জানুয়ারি ২০২৪

সর্বশেষ

বাগেরহাট-৩ আসনে চতুর্থবারের মতো উপমন্ত্রী হাবিবুন নাহার জয়ী 

.

বাগেরহাট-০৩ আসনে (মোংলা-রামপাল) চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। নৌকা প্রতীক নিয়ে তিনি এ আসন থেকে ভোট পেয়েছেন ৭৫হাজার ৯৬৮টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮হাজার ২০৪ভোট। মোংলার ৪৮টি ও রামপালের ৪৮টি মোট ৯৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট পিসাইডিং কর্মকর্তারা রবিবার (৭জানুয়ারী) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রামপাল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা জানান, মোংলা-রামপালে ভোট পড়েছে ৫৯শতাংশ। এখানে মোট ভোটার ২লাখ ৫৪হাজার ৮৯৫। এই আসনে আওয়ামী লীগের নৌকা ও একই দলের স্বতন্ত্র প্রার্থীসহ ৬টি দলের ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
রবিবার সকাল ৮টা থেকে শুরু কটে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে।
এদিকে রবিবার রাতে মোংলা শহরে দফায় দফায় আনন্দ মিছিল বের করে নৌকা প্রতীকের নেতা-কর্মী-সমর্থকেরা।

সর্বশেষ

জনপ্রিয়