শাহরিয়ার মিল্টন , শেরপুর
প্রকাশ: ১৭:৩২, ২১ জানুয়ারি ২০২৬
.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনের মধ্যে শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মো. সফিকুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া বাছাইয়ে বাতিলের পর আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪ প্রার্থী। এ নিয়ে জেঈর ৩টি আসনে মোট বৈধ প্রার্থী হলেন ১৪ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
বৈধ প্রার্থীরা হলেন শেরপুর-১ (সদর) আসনে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (বিএনপি), রাশেদুল ইসলাম (জামায়াত), মো. লিখন মিয়া (এনসিপি) মো. মাহমুদুল হক মনি (জাতীয় পার্টি ), শফিকুল ইসলাম মাসুদ (স্বতন্ত্র) । এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনির মনোনয়ন বাছাই পর্বে বাতিল হলেও আপিলে প্রার্থিতা ফিরে পান।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মো. ফাহিম চৌধুরী (বিএনপি), মু. গোলাম কিবরিয়া (জামায়াত), মো. আব্দুল্লাহ আল কায়েস(ইসলামী আন্দোলন), মো. আব্দুল্লাহ (এবি পার্টি)। এর মধ্যে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে বাছাইপর্বে বাতিল হলেও আপিলের শেষ দিনের শুনানীতে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া এবি পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে না পারলেও উচ্চ আদালতের আদেশে পরবর্তীতে মনোনয়নপত্র জমা দেন এবং বাছাইয়ে তা বৈধ হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মাহমুদুল হক রুবেল (বিএনপি), মু. নুরুজ্জামান বাদল (জামায়াত), আবু তালেব মো. সাইফুদ্দিন (ইসলামী আন্দোলন), মো. মিজানুর রহমান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) ও মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র)।