ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

দরগাহ মসজিদে এশার নামাজ আদায় করলেন তারেক রহমান

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২২:৪১, ২১ জানুয়ারি ২০২৬

দরগাহ মসজিদে এশার নামাজ আদায় করলেন তারেক রহমান

ছবি:বাংলার চোখ

সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে দরগাহ মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কর্নেল আতাউল গনি ওসমানীসহ মাজার এলাকার কবর জিয়ারত করেছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পবিত্র এশার নামাজ আদায় ও পরবর্তীতে ওসমানীর কবর জিয়ারত করেন। এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হন। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

রাত সাড়ে ৮টার দিকে তিনি শাহজালাল (র.) মাজারের উদ্দেশ্যে রওনা হন এবং ৮টা ৫০ মিনিটের পর মাজার এলাকায়  পৌঁছান।

আরও পড়ুন