ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২০:৫৬, ২১ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
ঝালকাঠির দুটি সংসদীয় আসনে উৎসবমুখোর পরিবেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
ঝালকাঠি-১ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনসহ ১০ জন এবং ঝালকাঠি-২ আসনে জামায়াত, বিএনপি ও ইলমামী আন্দোলনসহ ৮জন নিয়ে মোট ১৮ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থিরাও প্রতীক বরাদ্দ পান।
এদিকে প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থী ও তাদের সমর্থরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আর জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করেন প্রার্থিরা।