ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:১৫, ২১ জানুয়ারি ২০২৬

সিলেট পৌঁছেছেন তারেক রহমান

ছবি :সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। আজ রাতেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

আজ রাত সাড়ে সাতটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম সমাবেশে অংশগ্রহণ। একইসঙ্গে প্রায় দীর্ঘ ২২ বছর পর সিলেটে কোনো সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

১৯৭৮ সালে এই আলিয়া মাদ্রাসা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বক্তব্য দেন এবং ২০১৩ সালে বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া সর্বশেষ বক্তব্য দেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশাল এই সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠের পূর্বদিকে মঞ্চ তৈরি করা হয়েছে।

এদিকে তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেট ও সুনামগঞ্জ বিএনপির সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দুই দশক পর তারেক রহমানের সিলেট সফর নিয়ে দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তার সফরকে স্বাগত জানিয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন।

আরও পড়ুন