ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

৯ মাঘ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১:০৩, ২১ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর প্রতীক বরাদ্দ

ছবি:বাংলার চোখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক ঘোষণা করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞাকে ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলীকে দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেনকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মনিরুল ইসলামকে হাতপাখা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. আব্দুল হালিমকে ছড়ি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী নবাব মো. শামসুল হোদাকে মোমবাতি প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) বিএনপির মো. আমিনুল ইসলামকে ধানের শীষ, জামায়াতের ড. মিজানুর রহমানকে দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম বাচ্চুকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম খলিলকে হাতপাখা এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাদেকুল ইসলামকে কাস্তে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে একই সময় ও স্থানে চাঁপাইবাবগঞ্জ-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. নূরুল ইসলাম বুলবুলকে দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলনের মো. মনিরুল ইসলামকে হাতপাখা, জেএসডি’র মো. ফজলুর ইসলাম খাঁন সুমনকে তারা এবং গণ অধিকার পরিষদের মো. শফিকুল ইসলামকে ট্রাক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর জন্য আহ্বান জানিয়ে বলেন, আচরনবিধি লংঘনের বিষয়ে কোন আপোষ করা হবেনা। আর তাই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ করার জন্য তিনি প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন