ঢাকা, বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

২৩ পৌষ ১৪৩২, ১৭ রজব ১৪৪৭

 টাংগাইলে লীডিং স্কুলের ২০২৬ সেশনের উদ্বোধন

টাঙ্গাইল  প্রতিনিধি

প্রকাশ: ০১:০৭, ৪ জানুয়ারি ২০২৬

 টাংগাইলে লীডিং স্কুলের ২০২৬ সেশনের উদ্বোধন

.

উৎসবমুখর পরিবেশে টাংগাইলের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান লীডিং ইন্টারন্যাশনাল ইংলিশ এ্যান্ড অ্যারাবিক স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে স্কুল চত্বরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে লীডিং স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল মো. আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সমাজকল্যাণ পরিষদ টাংগাইলের সভাপতি আহসান হাবীব মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর শামসুল আলম শিবলী, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ব্যবসায়ী মাসুদুর রহমান পলাশ, কবি শহিদুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, অধ্যক্ষ জাহানুুর চৌধুরী, ক্যামব্রিজ ইউনিভার্সিটির সেলটা সার্টিফাইড টিচার ওসমান গনি, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইউসুফ আলী, সহকারী পরিচালক হাফেজ মাওলানা নজরুল ইসলাম, তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফুল ইসলাম, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক আতোয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত পৃথিবী গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত লীডিং ইন্টারন্যাশনাল ইংলিশ এ্যান্ড অ্যারাবিক স্কুল ইতোমধ্যে টাংগাইলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ইংলিশ এ্যান্ড অ্যারাবিক স্পোকেন শিক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। পাশাপাশি টাংগাইলে প্রথমবারের মতো বেবি কেয়ার কার্যক্রম চালুর মাধ্যমে স্কুলটি একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, “জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ, নৈতিক ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

আরও পড়ুন