ঢাকা, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

৪ মাঘ ১৪৩২, ২৯ রজব ১৪৪৭

গাইবান্ধায় ভূমি অফিসে চলছে হয়রানি

এবি সিদ্দিক, গাইবান্ধা থেকে

প্রকাশ: ২০:০৩, ১৭ জানুয়ারি ২০২৬

গাইবান্ধায় ভূমি অফিসে চলছে হয়রানি

.

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে চলছে ব্যাপকহয়রানি। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে সু-বিচার প্রার্থনা করছেন ভুক্তভোগীরা।

 শনিবার (১৭ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

 জানা যায়, উপজেলার পাঁচপীর বাজারে অবস্থিত কঞ্চিবাড়ি ও চণ্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে না পারলে ভূমি মালিকগণকে ব্যাপক হয়রাণীর স্বীকার হতে হচ্ছে। ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলী কঞ্চিবাড়ি ইউনিয়নের বাসীন্দা হওয়ায় স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার করে নির্বিঘ্নেই দীর্ঘদিন থেকে জমির মালিকগণকে নানাভাবে হয়রাণী ও অতিরিক্ত পরিমাণের অর্থ হাতাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই জমির মালিকদের কাছ থেকে হাতানো টাকার পরিমাণের চেয়ে কম পরিমাণ টাকার অঙ্ক উল্লেখ করে রশিদ প্রদান করছেন। মর্মে ভুক্তভোগী কিছু জমির মালিক যৌথ স্বাক্ষরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে ন্যায় বিচার প্রার্থনা করছেন। 

অভিযোগকারীগণের মধ্যে বীর-মুক্তিযোদ্ধা (শিক্ষক অবঃ) আবুল হোসেন জানান, কঞ্চিবাড়ি ও চণ্ডিপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলীর ব্যাপক অনিয়মের প্রেক্ষিতে দায়েরকৃত অভিযোগে স্বাক্ষর করেছি। তবে, পড়ে দেখতে হবে'।

 অভিযুক্ত কঞ্চিবাড়ি ও চণ্ডিপুর ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মহব্বত আলী জানান, 'তাকে হয়রানি করতে তার বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ করার কথা শুনেছি'। 

সহকারি কমিশনার কর্মকর্তা (ভূমি) চৌধুরী আল-মাহমুদ অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশসহ অভিযোগপত্র পেয়েছি। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে'।
 

আরও পড়ুন