স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৫৯, ১১ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
সিলেটে বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে অনায়াসেই হারিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ৭ উইকেটের এই দাপুটে জয়ে বিপিএল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপের দিনে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটিং তণ্ডবে রংপুরের ১৭৯ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় রাজশাহী। এই হারের ফলে পয়েন্ট টেবিলে রংপুরের অবস্থান এখন তিনে।
ম্যাচের শুরুতে ব্যাটিংয়ে নেমে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৯৭ রানের ওপর ভর করে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় রংপুর। সেঞ্চুরির জন্য শেষ বলে ৩ রান প্রয়োজন থাকলেও জিমি নিশামের নিখুঁত ইয়র্কারে তা সম্ভব হয়নি। তবে রান তাড়া করতে নেমে রাজশাহীর দুই টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম রংপুরের বোলারদের ওপর চড়াও হন। দ্বিতীয় উইকেটে এই দুজনের ৫১ বলে ১০৫ রানের বিধ্বংসী জুটি রাজশাহীর জয় নিশ্চিত করে দেয়।
শান্ত ৪২ বলে ৭৬ রান করে আউট হলেও মোহাম্মদ ওয়াসিম ছিলেন অপ্রতিরোধ্য। ৫৯ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। হৃদয়ের সেঞ্চুরি মিসের দিনে জয় নিয়ে মাঠ ছাড়েন ওয়াসিম। রংপুরের হয়ে লিটন দাস বা ইফতিখার আহমেদ ব্যাট হাতে আলো ছড়াতে না পারায় বড় স্কোর গড়েও হার এড়াতে পারেনি দলটি।