স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:২৫, ২১ নভেম্বর ২০২৫
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল ম্যাচে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল ম্যাচে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’। সেমিফাইনালে বাংলাদেশের কাছে ভারত হেরেছে সুপার ওভারে। শেষ ওভারে ম্যাচ জমিয়ে তোলে ভারতীয় ব্যাটাররা, ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশ-ভারতসহ সেমিফাইনালের সব খেলা দেখিয়েছে আইস্ক্রিন।
কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দল টসে হেরে আগে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে আকবর আলীর দল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত শূন্য রানে অলআউট হলে ১ রান করে ফাইনালে উঠে বাংলাদেশ।
ভারতের ওপেনার সূর্যবংশী ১৫ বলে দুই ৪ ও চার ছক্কায় ৩৮ রান করে সাকলাইনের বলে আউট হন। প্রিয়ানস আরিয়া ২৩ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। এছাড়া জিতেশ শর্মা ৩৩ এবং নেহাল ওয়াধেরা ৩২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বাঁহাতি পেসার আবু হায়দার রনি এবং রাকিবুল হাসান নেন ২টি করে উইকেট। এছাড়া আব্দুল গফফার সাকলাইন ও রিপন মন্ডল নেন একটি করে উইকেট।
টসে হেরে আগে ব্যাটে নামা বাংলাদেশের শুরুটা ঠিকঠাক হয়েছিল। ৪৩ রানে জিশান আলমের উইকেট পতনের পর ৭৬ রানে সাজঘরে ফেরেন জাওয়াদ আবরার। এরপর ১০৮ রানের সময় বিদায় নেন অধিনায়ক আকবর আলী। পরে নিয়মিত বিরতিতে উইকেট পতনে শেষ দিকে ঝড় তোলেন এসএম মেহেরাব হোসেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন হাবিবুর রহমান সোহান। ৪৬ বল খেলা হাবিবুরের ইনিংসে তিনটি ৪ এবং ৫টি ছক্কার মার ছিল। জিশান আলম ১৪ বলে দুই চার ও দুই ছক্কায় ২৬ রান করেন।
শেষ দিকে ঝড় তোলা মেহেরাব খেলেছেন মাত্র ১৮ বল, একটি চারের পর ৬টি ছক্কায় শেষ দিকে খেলেছেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দেয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বি করেছেন ৯ বলে ১৭ রান। ভারতের গুরজাপনীত সিং নিয়েছেন দুইটি উইকেট।