স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:১৯, ২৩ নভেম্বর ২০২৫
তাইজুল
অনন্য কীর্তি গড়লেন তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ২৫০ উইকেট মাইলফলকে নাম লেখালেন টাইগার স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের শেষ দিনে অ্যান্ডি ম্যাকব্রিনের উইকেট নিয়ে মাইলফলকে পৌঁছান ৩৪ বর্ষী বোলার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন। তাতে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসান। সাকিব ২৪৬ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন।
দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবির্নেকে ফিরিয়ে সাকিবকে ছাড়িয়ে যান। শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে আরও দুই উইকেট নেন তাইজুল। ২৪৯ টেস্ট উইকেট নিয়ে দিনের খেলা শেষ করেন।
পঞ্চম ও শেষ দিনের ১৪তম ওভারে মাইলফলকের উইকেটটি নেন তাইজুল। ম্যাকব্রিনেকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার স্পিনার। ৫৭তম ম্যাচে নেমে টেস্ট ইতিহাসে ৫৩তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছান তাইজুল। ষষ্ঠ বাঁহাতি স্পিনার হিসেবে কীর্তি গড়লেন তাইজুল। তার আগে এই কীর্তিতে নাম লেখিয়েছেন বিষেন সিং বেদি (২৬৬), ডেরেক আন্ডারউড (২৯৭), রবীন্দ্র জাদেজা (৩৪৩), ড্যানিয়েল ভেট্টোরি (৩৬২) এবং রাঙ্গানা হেরাথ (৪৩৩)।
পাশাপাশি বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে কম টেস্টে ২৫০ উইকেট নেয়ার কীর্তিতে শ্রীলঙ্কার রাঙ্গানা হেরাথের সাথে নাম লেখালেন তাইজুল। দুজনেই ৫৭ টেস্টে এই মাইলফলকে পৌঁছান।