স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:৫৪, ২৪ নভেম্বর ২০২৫
সংগৃৃহীত
ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে ব্রুনাইয়ের জালে ৮ গোল দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
সোমবার চীনের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে ব্রুনাই অনূর্ধ্ব-১৭ দলকে বিধ্বস্ত করেছে বাংলাদেশের যুবারা। জোড়া গোল করেছেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ ও বায়েজিত বোস্তামি।
টানা দুই জয়ে বাছাইয়ে ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। লাল-সবুজরা দুই ম্যাচে প্রতিপক্ষ জালে বল পাঠিয়েছে ১৩ বার। বিপরীতে নিজেদের জাল অক্ষত রেখেছেন গোলকিপার মোহাম্মদ আলিফ রহমান।
এদিন ১৩ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ফয়সালের থ্রু পাস ধরে অপু দারুণ শটে লিড এনে দেন বাংলাদেশকে। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত। ৩৬ মিনিটে রিদুয়ানের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষ জালে পাঠান ফয়সাল। মিনিটখানেক পর মানিকের দূরপাল্লার জোরাল শটে ৪-০ করে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও ব্রুনাইকে কোণঠাসা করে রাখেন ফয়সাল-মানিকরা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাসে অপু করেন দ্বিতীয় গোল। ৫-০ হয়। ৭৩ মিনিটে ফয়সালের দূরপাল্লার শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে রিফাত জোড়া গোলটি আনেন। দুমিনিট পর জটলার মধ্য থেকে আলিফের চমৎকার ফিনিশিংয়ে আসে সপ্তম গোল। ৭৯ মিনিটে বায়েজিতের গোলে ৮-০ করে মাঠ ছাড়ে লাল-সবুজের দল